ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের প্রস্তাব আসছে শিগগিরই

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের প্রস্তাব আসছে শিগগিরই

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল৷ আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে৷ এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি৷ কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে৷ এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব৷ উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে৷ আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো।

আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়৷ আমার কাছে মনে হয় এটার কি উত্তরণ হয়েছে? আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতো তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো৷ আর এখন উপদেষ্টা পরিষদের থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে৷ এটা তো ভালো৷ এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়৷

Side banner