ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:২৬ পিএম দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে

জামায়াতসহ কয়েকটি দলের কর্মসূচির দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নুরের ঘটনা সেটাই প্রমাণ করে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

আমীর খসরু আরও বলেন, সব জায়গায় ঐকমত্য হবে না। কিছু চাওয়াতেও অসুবিধা নেই। তবে জনগণের কাছে যেতে হবে।

Side banner