ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করা ডাকাত গ্রেফতার

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১৫, ২০২৫, ১১:০৪ পিএম আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করা ডাকাত গ্রেফতার

গ্রেফতার অভিযানে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যেতেন দুর্র্ধর্ষ ডাকাত আল-আমিন। দিনের-পর দিন তাকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার হয়েছে আল-আমিন। একই সঙ্গে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। 

শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলো মো. আল-আমিন, রাজিব হোসেন ও মো. জুয়েল মিয়া। এদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে আল-আমিনকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা আন্তঃজেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা বিভিন্ন এলাকায় বাড়িঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে। 

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Side banner