ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১৫, ২০২৫, ১১:০৯ পিএম ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির জামাতা আব্দুল মতিন ও একই এলাকার আকবর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Side banner