বাবা-মায়ের সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যাওয়ার সময় হাউস বোটের জানালা দিয়ে পানিতে পড়ে মাছুম নামে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওড়ঘেঁষা পাটলাই নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
মৃত মাছুম সিলেট নগরীর পশ্চিম শেখঘাটের কবির আহমেদের শিশু পুত্র।
কবির আহমেদ জানান, সিলেট থেকে টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে শুক্রবার সকালে থানার ঘাট থেকে ১৫ জনের একটি গ্রুপের সঙ্গে স্ত্রী ও শিশুপুত্র মাছুমসহ লালনতরী নামক একটি হাউস বোটে উঠেন। টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে হাউস বোটের জানালা দিয়ে মাছুম পাটলাই নদীর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যায় পাটলাই নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসাইন জানান, সুরতহাল রিপোর্ট তৈরির পর অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :