 
                                                নেত্রকোনায় একটি অটোরিকশা তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
এ ঘটনায় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি জেলা সদরের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পাশের রাস্তায় অটোরিকশা থেকে এসব মদ জব্দ করা হয়। এ সময় অটোরিকশা জব্দের পাশাপাশি এতে থাকা মাদক কারবারি আবুল বাশারকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে আবুল বাশারকে আদালতে পাঠানো হবে।
 
       
       
       
      -20251030104838.jpg) 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      
আপনার মতামত লিখুন :