ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

বড় কিছুর খবর দেবেন তিশা

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : জানুয়ারি ১২, ২০২৩, ০১:৪৬ এএম বড় কিছুর খবর দেবেন তিশা

মাতৃত্বকালীন ছুটি, মেয়ে ও পরিবারকে সময় দিতে দীর্ঘ ছুটিতে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ছুটি শেষ করে কাজে ফেরার খবর দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সেই খবর জানিয়েছেন তিশা।

তিশা লিখেছেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। আস্তে আস্তে ইলহামও (তিশার মেয়ে) বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ!’

তিশা কাজে থাকলে মেয়ে বাবা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গেই সময় কাটান জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি কাজে বের হলে সে (ইলহাম) বাবার সঙ্গে থাকতে পারে! সে জন্য আবার কাজ শুরু করেছি! অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু। কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন, ইন্শাআল্লাহ।’

২০১০ সালে মোস্তফা সরয়ার ফারুকীকে বিয়ে করেন তিশা। বিয়ের দীর্ঘ প্রায় এক যুগ পর গত বছরের ৫ জানুয়ারি তিশা-ফারুকী দম্পতির ঘরে আসে মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। ###

Side banner