ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

নিজেদের প্রথম ম্যাচে যে একাদশ নামাল বাংলাদেশ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:২৪ পিএম নিজেদের প্রথম ম্যাচে যে একাদশ নামাল বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হংকং ক্রিকেট দল। হংকং নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। বাংলাদেশ খেলছে চলতি আসরে প্রথম ম্যাচ। 

এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে টপঅর্ডারে বাংলাদেশ রেখেছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও লিটন দাসকে।

মিডলঅর্ডারে খেলবেন সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। আর বোলিংয়ে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, তরুণ পেসার তানজিম হাসান সাকিব, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

Side banner