ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

অনেক তো সিরিজ হলো, এবার ‘আসল’ ট্রফি জিততে চায় বাংলাদেশ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:২৭ পিএম অনেক তো সিরিজ হলো, এবার ‘আসল’ ট্রফি জিততে চায় বাংলাদেশ

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপে পা রাখছে বাংলাদেশ। তবে লিটন দাসের দল ট্রফি জিতে যাবে, এমন স্বপ্ন সম্ভবত পাঁড় বাংলাদেশ ক্রিকেট ভক্তও দেখছেন না। ক্রিকেটবোদ্ধাদের ফেভারিটের তালিকায় নেই বাংলাদেশ। আকাশ চোপড়াদের মতো কেউ কেউ তো আবার আফগানিস্তান থেকেও পিছিয়ে রাখছেন বাংলাদেশকে!

তবে লিটন দাসদের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। তিনি জানালেন, টানা তিন সিরিজ জিতে এশিয়া কাপে যাওয়া লিটন দাসরা এবার একটা শিরোপা জিততে মরিয়া।

তার আশার পালে হাওয়া দিচ্ছে বাংলাদেশ দলের পেস আক্রমণ। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাই বললেন তিনি।  অস্ট্রেলিয়ার এই সাবেক গতিদানব বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের খুব ভালো একটি পেস ইউনিট রয়েছে। তাসকিন, মোস্তাফিজ অসাধারণ। তরুণরাও ভালো করছে। ইবাদত, খালেদ ও হাসান মাহমুদকেও আপনি টি-টোয়েন্টি দলে নিতে পারেন।’ 

‘একজন চোটে পড়লে তার যোগ্য বিকল্প থাকায় পেসারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর বিলাসিতা এখন আমরা করতে পারি। আমাদের ফাস্ট বোলিংয়ে সেই গভীরতা আছে।’

তিনবার ফাইনালে খেললেও কখনো এশিয়া কাপ জেতা হয়নি বাংলাদেশের। জেতা হয়নি কোনো বৈশ্বিক শিরোপাও। টেইট মনে করেন, এবার একটি বড় টুর্নামেন্ট জেতার সময় এসেছে বাংলাদেশের। 

এবারের এশিয়া কাপই হতে পারে পরের ধাপে যাওয়ার মঞ্চ। দলের মধ্যে সেই তাড়না দেখছেন টেইট, ‘বর্তমান দলের খেলোয়াড়রা একটি শিরোপা জেতার জন্য মরিয়া। আমি বলছি না যে আগামীকালই আমরা বিশ্বকাপ জিতব। সেটা বাস্তবসম্মত হবে না। তবে কয়েক বছরের মধ্যে পরের ধাপে যেতে পারি আমরা।’ 

‘সম্প্রতি শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। এশিয়া কাপে এই দলগুলোকে আবার হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া হবে পরের ধাপ। সেই সামর্থ্য আমাদের আছে।’

Side banner