ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লুকোনু

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৫৬ এএম ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লুকোনু

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আস্থাভোটে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার পতনের ২৪ ঘণ্টার মাথায় ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লুকোনুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন।

৩৯ বছর বয়সী লুকোনু গত তিন বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষভাবে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ফ্রান্সের প্রতিক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, লুকোনুকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ফ্রান্সের আগামী বাজেট অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সংখ্যালঘু সরকারের বাজেট পাস করতে ব্যর্থ হওয়াই বাইরুর পতনের কারণ হয়েছিল। ফলে লুকোনুকেও একই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বাইরু মঙ্গলবার প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপরই লুকোনু ম্যাখোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী এবং পুরো প্রেসিডেন্সিতে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 

লুকোনু সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি দেশের স্বাধীনতা, শক্তি ও ঐক্য রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি “সুস্পষ্ট দিকনির্দেশনাযুক্ত সরকার” গড়তে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
 

Side banner