ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আরও এক এসপিকে বাধ্যতামূলক অবসর

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২২, ০১:২৪ এএম আরও এক এসপিকে বাধ্যতামূলক অবসর

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি (২০২২) থেকে তাকে পুলিশ সদর দফতরে ওএসডি করে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘২০১৮ সালের ৫৭ নম্বর সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এর আগেও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সাংবাদিকদের বলেন, দেশপ্রেম ও দক্ষতার ঘাটতি যাদের আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে। ###

Side banner