ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

১০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ২০, ২০২৫, ০৯:৩১ পিএম ১০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত এক কনস্টেবলকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়। 

আটক কনস্টেবলের নাম মো. মনিরুল ইসলাম কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লাহর ছেলে।

লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন মনিরুল। মহাসড়কে পুলিশ তাকে থামানোর সংকেত দিলে তিনি সন্দেহজনকভাবে আচরণ করেন। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Side banner