ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদরুল ইসলাম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে স্টেশনে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একাধিক অটোরিকশা, একটি যাত্রীবাহী বাসসহ পুরো পাম্পটি পুড়ে যায়। আগুনের তীব্রতায় মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদরুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, ভোরে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আগুনে গ্যাস পাম্পসহ একটি বাস ও সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :