বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর আইনি বৈধতা দেওয়া হোক। এখন পর্যন্ত সেসব বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। জামায়াতে ইসলামী জনমত সৃষ্টির জন্য সারা দেশব্যাপী কর্মসূচি পালন করছে। আমরা আশা করছি ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর জন্য আইনি বৈধতা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি হাসপাতালে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দেশটি যেন আগের শাসন থেকে নতুন শাসনের দিকে ফিরে যায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তন চায়। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, যে তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুব রহমান বেলাল, বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদাসহ অন্যরা।
আপনার মতামত লিখুন :