ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল যেমন হলে সুপার ফোরে বাংলাদেশ

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৯ পিএম আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল যেমন হলে সুপার ফোরে বাংলাদেশ

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে আজকের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

আজ যদি শ্রীলঙ্কা জেতে তাহলে কোনো হিসাব-নিকাষ ছাড়াই শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর যদি শ্রীলঙ্কা জিততে না পারে তাহলে তিন দলেরই পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে নেট রানরেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কা ১০১ বা এরচেয়ে বেশি রান করলে আফগানিস্তান আর শ্রীলঙ্কা যাবে পরের রাউন্ডে। আর যদি শ্রীলঙ্কা ১০০ রান বা এরচেয়ে কমে অল আউট হয় তবে আফগানিস্তান আর বাংলাদেশ যাবে পরের রাউন্ডে।

আজ আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন নবি।

শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সাদিকুল্লাহ অটল। বিশেষ করে গুরবাজ বেশ আক্রমণাত্মক ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। তার আগে ৮ বলে করেছেন ১৪ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি করিম জানাত। এই টপ অর্ডার ব্যাটার ৩ বল খেলে করেছেন এক রান। অভিজ্ঞ এই ব্যাটারকে বোল্ড করেছেন থুসারা। ৩২ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানিস্তান তাকিয়ে ছিল অটলের দিকে। তবে হতাশ করেছেন এই তরুণ ওপেনার। থুসারার বলে বোল্ড হয়েছেন তিনি। তাতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করে আফগানিস্তান।

চতুর্থ উইকেট জুটিতে ইব্রাহিম জাদরান ও ডারউইস রাসুলি মিলে চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে ১৬ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি রাসুলি। ছয়ে নেমে ব্যর্থ আজমতউল্লাহ ওমরজাই। নিজের খেলা প্রথম বলেই জীবন পাওয়া এই ব্যাটার ৪ বলে ৬ রান করেছেন।

বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ইব্রাহিম। উইকেটে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তন করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। বড় শট খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন। ২৪ রান করে ইব্রাহিম ফিরলে ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

দ্রুত উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন ত্রাতা হয়ে আসেন নবি ও রশিদ খান। দুজনে মিলে সপ্তম উইকেট জুটিতে ৩৫ রান যোগ করেন। ২৩ বলে ২৪ করেছেন রশিদ।

রশিদ ফেরার পর দেড়শ রানও কঠিন ছিল আফগানিস্তানের জন্য। তবে সেই কঠিন কাজটাই সহজেই করলেন নবি। শেষ ওভারে দুনিথ ভেল্লালেগেকে বোলিংয়ে আনেন চারিথ আসালঙ্কা। এই বাঁহাতি স্পিনারকে সামনে পেয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দেন নবি। ওভারের প্রথম ৫ বলে ৫টি ছক্কা হাঁকান তিনি। মোট ৩২ রান আসে সেই ওভারে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ২২ বলে ৬০ রান করেছেন নবি।

Side banner