ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা ইসুতে কঠোর বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

দৈনিক নতুন সংবাদ |  নিজস্ব সংবাদদাতা, সিলেট : জানুয়ারি ২৮, ২০২৩, ০২:৫০ এএম রোহিঙ্গা ইসুতে কঠোর বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

যেসব রোহিঙ্গা নাগরিক সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন, তাদেরকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে তাদেরকেও বের করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দেন। তিনি বলেন, এই হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসামানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরি। এজন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করতে হবে। ###

Side banner