ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে, অভিযোগ সাদিক কায়েমের

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:২৯ এএম ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে, অভিযোগ সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। তার এক ঘণ্টা না পেরোতেই গুরুতর অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। তার অভিযোগ, ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি নির্বাচন কমিশনকেও অনুরোধ করেছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোটপ্রদান করেন সাদিক। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা আচরণবিধি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছে ক্যাম্পাসে কোনোপ্রকার ডেস্ক বসানো যাবে না, আমরা সেটা করিনি; ১০০ মিটারের ভেতর কোনো স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি একটি সংগঠন ডেস্ক বসিয়েছে, এবং তারা ১০০ মিটারের মধ্যে ভোটারদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি।’

বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছেন সাদিক। যদি তা না করা হয়, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকেও অনুরোধ করেন তিনি। তার কথা, ‘তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি যেন মানা হয়, আমরা সবাইকেই আহ্বান করব। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন করতে, এবং সারা দেশকে মেসেজ দিতে। আমরা অনুরোধ করব সকল প্রার্থীকে, যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’

তিনি জানান, তার দল পর্যবেক্ষণ করছে পুরো পরিস্থিতি। তিনি প্রচ্ছন্ন হুমকিও দেন, যদি আচরণবিধি লঙ্ঘন করা হয়, তাহলে ‘শিক্ষার্থী’রা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি আমরা সবাই যারা ছাত্রসংগঠন আছি, নির্বাচন কমিশনও… তারা শেষ পর্যন্ত দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে, আমাদের নির্বাচন কমিশন যদি কাউকে বাড়তি সুবিধা দেয়, তখন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এমন পরিস্থিতি তৈরি হোক।’

Side banner