ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

হামাসের কাছে কতজন ইসরাইলি জিম্মি আছে, জানালেন ট্রাম্প

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০৮ পিএম হামাসের কাছে কতজন ইসরাইলি জিম্মি আছে, জানালেন ট্রাম্প

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ২০ জনেরও কম ইসরাইলি জিম্মি বেঁচে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষ্যমতে, এখন পর্যন্ত হামাসের হাতে জিম্মি মারা গেছে ৩২ থেকে ৩৮ জন। ভয়াবহ অবস্থায় ভূগর্ভস্থ টানেলে অনেক জিম্মি মারা গেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প মনে করেন, এসব টানেলই হামাসের প্রধান আস্তানা এবং বেশিরভাগ মৃত্যু সেখানেই ঘটেছে। একইসঙ্গে ইসরাইলের সামরিক অভিযানকেও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা সিটিতে সেনা অভিযান জিম্মিদের মুক্ত করার সম্ভাবনা বাড়াতে পারে বলে জানিয়ে তিনি আরও বলেন, জিম্মিদের বেশিরভাগই টানেলে আটকে আছে, তবে আমি এর মধ্যেই কয়েকজনকে মুক্ত করেছি। হয়তো এই ২০ জনও মুক্তি পাবে। যখন শেষ ১০ বা ২০ জন জীবিত জিম্মির কথা আসে, তখন বিষয়টা কঠিন হয়ে যায়।

Side banner