ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১৯, ২০২৫, ০৫:৪৪ পিএম ১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা

ফরিদপুরের মধুখালীতে তামিম তালুকদার নামে ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণের চার দিন পরে অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তবে জীবিত উদ্ধার করা যায়নি শিশু তামিমকে। একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পাওয়া গেছে শিশুটির অর্ধগলিত নিথর দেহ।

 

পুলিশ বলছে, মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে তামিমকে হত্যা করেছে অপহরণকারী চক্র।

 

নিহত শিশু মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে। সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কোড়কদী ইউনিয়নের বাশপুর এলাকায় বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— তামিম তালুকদারের বাড়ির গৃহপরিচারক মাগুরার মোহাম্মাদপুর উপজেলার চুরারগাতি এলাকার খাদেম শেখের ছেলে তুহিন শেখ (৩০) এবং তার সহযোগী মাগুরা সদরের মো. আমিরুল (২৫)।

 

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয় শিশু তামিম তালুকদার। ওই দিন রাতে শিশুটির মায়ের কাছে ফোন করে মুক্তিপণ বাবদ ১৫ লাখ টাকা চাওয়া হয়। পরে তামিমের মা রিমা আক্তার (২৮) মধুখালী থানায় অপহরণের অভিযোগ করেন।

 

সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ ওই বাড়ির গৃহপরিচারক তুহিন শেখকে আটক করে। তার দেওয়া তথ্যমতে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়। আটক তুহিন শেখ গত এক বছর ধরে প্রবাসী শামীম তালুকদারের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করছিলেন।

 

এ ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা রিমা আক্তার। শোকে কাঁদছেন স্বজনরা ও পাড়া-প্রতিবেশীরা। এমন ঘটনায় হতভম্ব পুরো এলাকাবাসী।

 

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা অপহরণের মামলা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় তুহিন শেখ ও আমিরুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ওসি আরও বলেন, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে দেরি হওয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটিকে।

Side banner