ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সাভারে হাত-পা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০০ পিএম সাভারে হাত-পা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি বাউন্ডারির ভেতর থেকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 

সাভার থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান, রাতে লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছ। 

তিনি বলেন, নিহতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। 

Side banner