ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ২০, ২০২৫, ১২:০৩ পিএম ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান

আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে’ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা। তার বিষয়ে তদন্ত শুরু হওয়ার তথ্যও দিয়েছেন তিনি।

এএফএম শাহীনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপের কথা জানা গেল।

বাংলাদেশ ব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (১৯ আগস্ট) জানান, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।

সোমবার (১৮ আগস্ট) শাহীনুল ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহীনুল ইসলামকে।

তবে কোনো কোনো সংবাদমাধ্যমে তিনি বলেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে।

আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। 

Side banner