ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:৪২ পিএম ডাকসু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে
স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে এবং এটি ভবিষ্যতের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটি একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন এক নয়। তবে এটাকে একটা মডেল বলা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। জাতীয় নির্বাচন আয়োজনেও কোনো ধরনের সমস্যা হবে না।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন নির্বিঘ্ন করতে যা যা করা দরকার, তা করা হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এই পরিস্থিতি ধরে রাখতে সরকার সচেষ্ট।

সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ, সহিংসতা ও অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন প্যানেল থেকে। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডাকসু নির্বাচন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের মতো নিরাপত্তা ও প্রচারণা ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ভোটের দিন বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Side banner