ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ২৩, ২০২৫, ০৯:৩৭ পিএম ‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

জুলাই বিপ্লবের লড়াইয়ে মানুষের আত্মদান ও প্রতিরোধের কথা তুলে ধরে দেশের চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষাকে ঈঙ্গিত করে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে সরকারি হাসপাতালগুলোকে জিম্মি করে রেখেছে তারা কি জুলাই বিপ্লব দেখে নাই? তাদের ভেতরে কোনো পরিবর্তন হবে না? কাজেই আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন হবে?

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রত্যেকেরই তো সেলফ এসেসমেন্ট করতে হবে। আমি কে, আমি কি করছি? এগুলো এখন ভাবার সময় হয়েছে।

চীনের হাসপাতাল কোথায় হবে সাংবাদিকরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি এসেছি। আমি দেখলে তো হবে না। যারা এ হাসাপাতাল বানাবে। তারা দেখবে। যেহেতু এটা চাইনিজ সরকার বানাবে। এ কারণে আমি যাওয়ার পর চাইনিজ ‘অ্যাম্বাসেডর’ আসবে। তারপর এটা সিদ্ধান্ত হবে কোথায় হবে।

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নাই। একটা যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সঙ্গে আমার গাড়িটা লাগবে। রশি লাগে, চাকা লাগে। শুধু ঘোড়া দিয়ে দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোনো পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তে ধীরে এগুলো করবো। আমি ফিরে গিয়ে দেখি কি করতে পারি।

তিনি বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যানসার রোগিদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।

Side banner