ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

জাপানে ১ লাখ জনবল পাঠাবে সরকার

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২৭ পিএম জাপানে ১ লাখ জনবল পাঠাবে সরকার
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রায় ১ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না। ভাষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

Side banner