ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

৫ মামলায় খায়রুল হকের জামিন কেন নয়, হাইকোর্টের রুল

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ অক্টোবর ২৬, ২০২৫, ০৭:২২ পিএম ৫ মামলায় খায়রুল হকের জামিন কেন নয়, হাইকোর্টের রুল

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাসহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে আবেদনের শুনানি করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৬ অক্টোবর) এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এর আগে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আহাদ হত্যা মামলাসহ ৫টি মামলায় খায়রুল হক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর মধ্যে মিথ্যা হলফনামা নিয়ে প্লট নেওয়ার অভিযোগে দুদকের করা একটি মামলাও আছে।

২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলাতেও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। পরে আরো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তারও আগে ১১ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চে যুবদলকর্মী আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

Side banner