ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

পাঁচদিনে ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকা লেনদেন

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:২১ পিএম পাঁচদিনে ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকা লেনদেন

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৬৩ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ার। 

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ব্র্যাংক ব্যাংকে ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এ কেম্পানির লেনেদন হয়েছে ২০ কোটি ৭ লাখ টাকা। ১১ কোটি ১০ লাখ টাকা লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এছাড়া গত সপ্তাহে ফাইন খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। আর পঞ্চম অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। 

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজে ৫ কোটি ৩ লাখ টাকা, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৪ কোটি ২১ লাখ টাকা, শ্যামপুর সুগারে ৩ কোটি ৫৪ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলে ২ কোটি ৭৩ লাখ টাকা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডে ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

Side banner