দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং। ওমানের বিপক্ষে ম্যাচে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ভারতের হয়ে এই মাইলফলক ছোঁয়া করা তিনি প্রথম ক্রিকেটার।
২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই দ্রুত উইকেট তুলে নিচ্ছিলেন অর্শদীপ। তবে ৯৯ উইকেট থেকে এই সেঞ্চুরির পথে তাকে আট মাসের অপেক্ষা সহ্য করতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে শেষ দুটি ম্যাচে সুযোগ পাননি। এরপর এশিয়া কাপের আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি ম্যাচও ছিল না।
এশিয়া কাপেও তাকে প্রথম দুই ম্যাচে বসিয়ে রাখে ভারত। জসপ্রিত বুমরাহ খেলেন ওই দুই ম্যাচে। তৃতীয় গ্রুপ ম্যাচে অবশেষে সুযোগ পান অর্শদীপ। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট।
ম্যাচের শেষ ওভারের প্রথম বলেই এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অফ স্টাম্পের ওপর ছোট দৈর্ঘ্যের একটি বল করেন অর্শদীপ। ব্যাট করতে গিয়ে অস্বস্তিতে পড়েন বিনায়ক শুক্লা। বলটি আকাশে ভেসে যায়। মিড অনে দাঁড়িয়ে থাকা রিঙ্কু সিং সহজ ক্যাচ নেন। এভাবেই ৬৪তম ম্যাচে এসে অর্শদীপ পৌঁছান ১০০ উইকেটের মাইলফলকে।
টি-টোয়েন্টি ইতিহাসে এটি সবচেয়ে দ্রুত ১০০ উইকেট পাওয়া পেসারের রেকর্ড। পূর্ণ সদস্য দেশের স্পিনারদেরও হিসেবে আনলে তিনি হবেন তৃতীয় দ্রুততম। তার আগে আছেন শুধু রশিদ খান (৫৩ ম্যাচ) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৩ ম্যাচ)। পূর্ণ সদস্য দেশগুলোর পেসারদের মধ্যে এই বিশ্বরেকর্ডটা দখলে ছিল পাকিস্তানের হারিস রউফের (৭১ ম্যাচ)। তবে তারও ৭ ম্যাচ আগে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডটা দখলে নিয়ে ফেলেছেন অর্শদীপ।
ওমানের বিপক্ষে বল হাতে অর্শদীপের দিনটা খুব ভালো ছিল না অবশ্য। পাওয়ারপ্লেতে কোনো উইকেট পাননি। শেষদিকে কিছুটা রানও দেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই ইতিহাস গড়ে ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি।
আপনার মতামত লিখুন :