Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

৬ কেজি ওজন কমালেন দীঘি

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : জানুয়ারি ১১, ২০২৩, ০৪:৪৮ পিএম ৬ কেজি ওজন কমালেন দীঘি

ওজন কমিয়েছেন দীঘি। দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন এ অভিনেত্রী। এ বিষয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

সম্প্রতি তিনি যশ রোহানের বিপরীতে 'ফেরা' ওয়েবফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক রোহান।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন'-এ বঙ্গমাতা ফজিলাতুন নেছার ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করেছেন। ###

Side banner